JAGRIK STORY'S

                                                                                            STORY NO - 11

Jagrik of Name: -   Mistu Roy

Cohort No. – 04

Blog Orgnazation:- Bhabna association for people’s upliftment (BAPU)

                                                                                     মৌলিক অধিকার- 1

                                                                                   জাস্ট জাগরী ব্রঞ্চ ট্যাক্স

 

সূচনা:-

আমাদের বাড়িতে লিঙ্গের ভিত্তিতে কিছু কিছু কাজ ভাগ হয়ে আছে । যেমন - মা ওঠাকুর মা রান্না করা ,ঘর বাড়ি পরিষ্কার করা , আমাদেরকে খাওয়ানো এবং বাসন মাজা ও অন্যান্য কাজ।

 

প্রসঙ্গ:-

আর ছেলেদের কাজ বাজার করা, জল আনা, কাজ করা, অফিসে এসে আড্ডা মারতে যাওয়া। আরো যত বাড়ির বাইরের কাজ সমস্ত ছেলেরা করে থাকে।

 

চরিত্র:-

এগুলির মধ্যে আমরা কোনটাই করিনা কিন্তু এক সপ্তাহ ধরে আমি ঠিক করেছি সংসারে যত জল লাগবে সেই জল আমি আনতে বাইরে যাব ও আমি নিয়ে আসবো। সেই মত আমি কাজটি করলাম ।

 

দ্বন্দ্ব:-

প্রথমে কাজটি করে মনে হল যে আমি একটা দায়িত্ব মধ্যে পড়ে গেলাম। যেটা থেকে আমি দায়িত্ব এড়িয়ে যেতে পারবো না। অনেকে আমার ওপর আশায় থাকে যে আমি হয়তো কাজটি করতে পারবো না । কিন্তু আমি সেটি করেছি। এটার জন্য আমাকে একটি নির্দিষ্ট টাইম বের করতে হলো আমার সমস্ত কাজের বাইরে আরও একটা বিশেষ উদ্যোগে লজে আমি এটাতে পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য করলাম।

 

শীর্ষস্থান :-

অবশেষে মনে হল যে আমার সংসারের সব কাজ করার উপর চাপিয়ে না দিয়ে মিলেমিশে সবাই কাজ করতে পারা সবার জন্য ভালো সবার সাধ্যমত চেষ্টা করা প্রয়োজন। যেটা আমি এক সপ্তাহ ধরে করলাম। আশা করি এটা আমি আগেও আরো করে যাব।