JAGRIK STORY'S

                                                                                             STORY NO - 10

Jagrik of Name: -   Puja Roy

Cohort No. – 04

Blog Orgnazation:- Bhabna association for people’s upliftment (BAPU)

 

                                                                                         মৌলিক কর্তব্য -3

                                                                                     জীবন জাগরী গোল টেক্স

 

 

 

সূচনা:-

আমি পুজা রয় আমি ঠিক করি যে আমি এক সপ্তা টিভি দেখবো না। কিন্তু যেটা আমি রোজ করে থাকি সেটা না করে নিয়ে আমি একটু অসুবিধার মধ্যে পরী ।

 

প্রসঙ্গ:-

তখন আমি আমার আত্মীয়দের সাথে আলোচনা করি যে কিভাবে এটা থেকে সুস্থ থাকব। আলোচনার মধ্যে বিভিন্ন রকমের কাজের মধ্যে থেকে নিজেকে ব্যস্ত রাখতে হবে। যেমন - পড়াশোনা করা, বন্ধুদের সাথে খেলা করা, ঘুরতে যাওয়া, বাড়ির কাজ করা, ও ব্যায়াম করা, এই সবগুলি কাজের মধ্যে থেকে নিজেকে ব্যস্ত রাখা এবং টিভি দেখা থেকে বিরত থাকা।

 

চরিত্র:-

আমার স্কুল ফ্রেন্ড এর প্রচুর আর্থিক অবস্থা খুবই কম। এর জন্য সে আমাদের সাথে পিকনিক করতে যাবে না। তখন আমরা সকলেই বন্ধু মিলে ঠিক করি যে আমরা সকলে মিলে কিছু কিছু করে টাকা দিয়ে তহবিল জমা করে তার জন্য পিকনিক যাওয়ার একটি রাস্তা তৈরি করা । এবং তার টাকা-পয়সা টানাটানিতে তাদের টিভি নেই। সেও টিভি দেখতে পায় না।

 

দ্বন্দ্ব:-

তখন আমি বুঝতে পারলাম টিভি না দেখলে কোন অসুস্তি বা কোনো অসুবিধা হয় না। এটা শুধু আমাদের একটা বদঅভ্যাস মাত্র। আমরা এটাকে বর্জন করতে পারলে আমাদেরই ভালো শরীরের পক্ষে।

 

শীর্ষস্থান :-

আমি শেষে বলতে চাই যে টিভি না দেখতে পেয়ে আমার কোনো রকম অসুবিধা হয়নি নানা রকমের কাজের মধ্যে দিয়ে আমি এক সপ্তাহ কাটায় ও আমি এখনো টিভি দেখি তবে আগের তুলনায় অনেক কম।