JAGRIK STORY'S

                                                                                              STORY NO - 9

Jagrik of Name: -   Sonu Roy

Cohort No. – 06

Blog Orgnazation:- Bhabna association for people’s upliftment (BAPU)

                                                                                                    মৌলিক অধিকার -1

                                                                                          জবরদস্ত জাগরীক সিলভার টেক্স

 

 

সূচনা:-

আমি ভারতবর্ষের নাগরিক ভারত বর্ষ সার্বভৌমত্ব দেশ। কিন্তু এই দেশে আমরা নিজেদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি। হিন্দুরা বলে তাদের ধর্ম বড় ও মুসলমানরা বলে তাদের ধর্ম বড়।

প্রসঙ্গ:-

সেখানে দেখা গেছে যে আমাদের মূর্তি আছে কত ফল লাগে ফুল লাগে আরো ইত্যাদি ইত্যাদি। কিন্তু মুসলিমদের ভিন্ন যেমন তাদের ফুল ফল প্রতিমা কিছুই প্রয়োজন হয় না। সে ক্ষেত্রে দেখা যায় যে উপকরণের তফাৎ আছে।

চরিত্র:-

কিন্তু সবাই নিজস্ব মদ দিয়ে বিচার করে তাই তার মত যে ধর্ম সে ধর্ম পালন করে। কিন্তু আসলে পরি চলার জন্য ধর্ম আলাদা মনে হয়। আসলে ঈশ্বর এক এবং অদ্বিতীয়।

দ্বন্দ্ব:-

আমি ও আমার মুসলিম বন্ধু মিলে আলোচনা করি এবং যা ঠিক করি যে ধর্ম এক আমরা আবেগের বশে আমি বলি বড় ও অন্যরা বলে আমাদের ধর্ম বড়। সেগুলি যথার্থ কথা মাত্র।

শীর্ষস্থান:-

এই নিজস্ব মত 10 জনের কাছে বলি এবং সেখানে একটা জিনিস সিদ্ধান্ত হয় যে এখন আমাদের মধ্যে সচেতনতার অভাব আছে।