JAGRIK STORY'S

                                                                                               STORY NO - 8

Jagrik of Name: -   Aniket Roy

Cohort No. – 04

Blog Orgnazation:- Bhabna association for people’s upliftment (BAPU)

 

 

                                                                                          মৌলিক অধিকার -1

                                                                                   জীবন জাগরীক গোল্ড ট্যাক্স

 

 

সূচনা:-  

আমি অনিকেত রায় আমরা আরও পাঁচজন বন্ধু মিলে ঠিক করি আমরা সকলে মিলে কলকাতায় চিড়িয়াখানা যাব ।

 

প্রসঙ্গ:-

আমরা সেখানে যাওয়ার জন্য একটা খরচ এর তালিকা তৈরি করি। খরচের তালিকা তৈরি করার পর দেখা যাচ্ছে যে সাহিল শেখ শেখ যাবনা বলছে । প্রথমে সে তার অর্থের অভাবের কথা বলেনি।

 

চরিত্র:-

আমরা তখনো সবাই মিলে ওর সঙ্গে বেশি এবং কেন যাবেনা তা নিয়ে আলোচনা করি। এখন কারণ হিসাবে উঠে আসে যে এই মুহূর্তে টাকার অভাবের জন্য সে যেতে পারবে না।

 

দ্বন্দ্ব:-

কিন্তু সব সময় একসঙ্গে থাকি ও না যেতে পারলে আমাদের খুব খারাপ লাগবে। সকলে মিলে চিন্তা করে ঠিক করে যে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট ছাড়বো। আমরা দুইদিন টুর্নামেন্ট ছাড়বো সমস্ত পরিকল্পনা ঠিক করে ০৪/০৭/২০২০ তারিখে টুর্নামেন্ট হয়।

 

শীর্ষস্থান:-

সেখানে দেখা যায় যে আমাদের একটা মুনাফা লাভ হয় এবং সেই পরিমাণ টাকা সাহিল শেখ এর বেড়াতে যাওয়ার জন্য যথেষ্ট পরের দিন আমরা সকালে সবাই মিলে মনের আনন্দে কলকাতার চিড়িয়াখানায় ঘুরতে যাচ্ছি।