JAGRIK STORY'S

                                                                                                       STORY NO - 7

Jagrik of Name: -  Sonu Roy

Cohort No. – 06

Blog Orgnazation:- Bhabna association for people’s upliftment (BAPU)

 

                                                                                      মৌলিক অধিকার-৪

                                                                            জবরদস্ত জাগ্রিক-সিলভার টাস্ক

 

প্রশ্ন:-

নিজের থেকে আলাদা কোন ধর্ম থেকে নতুন বন্ধু তৈরি করো। তোমরা একে অপরের বাড়িতে বা ধর্ম স্থানে উৎসবে যাও আর খুঁজে বের করার চেষ্টা করো যে কোন জায়গায় তোমাদের মধ্যে মিল আছে আর কোথায় বা অমিল। এসব করে তোমার যা যা অভিজ্ঞতা হবে সেসবের মন্দিরগুলো আর তুমি যা যা শিখবে সে সব কথা জাগরিক সমাবেশে বল।

সূচনা:-

আমার ধর্ম হিন্দু। আমি আমার ধর্ম ছাড়া অন্য ধর্ম মুসলিম খ্রিষ্টান জাতির ছেলেমেয়েদের সাথে কিছুটা সময় কাটালাম। তাদের সাথে তাদের ধর্ম স্থানে ও তাদের বাড়িতেও যাই। তাদের ধর্মের সাথে নিজের ধর্মের মিল অমিল খুঁজে বের করি।

প্রসঙ্গ:-

আমরা হিন্দু জাতিতে ঈশ্বরের প্রতীক হিসাবে নানা রকম মূর্তি ব্যবহার করি, মুসলিমরা তাদের ঈশ্বরের প্রতীক হিসাবে চাঁদ-তারার আরাধনা করে, খ্রিস্টানরা তাদের ঈশ্বরের প্রতীক চিহ্ন হিসেবে পুরুষবাচক চিহ্নের মতন দেখতে তার আরাধনা করে। শুধু তাই নয় হিন্দু, মুসলিম ও খ্রিস্টান এই তিনটি জাতিতেই ঈশ্বরের সম্বন্ধে জ্ঞান অর্জনের জন্য বই আছে।

চরিত্র:-

হিন্দু ধর্মে গীতা মুসলিম ধর্মে কোরআন খ্রিস্টান ধর্মের বাইবেল। হিন্দু ধর্মে ঈশ্বরের আরাধনা করার সময় যাগ-যজ্ঞ করা হয় কাঁসর ঘন্টা বাজানো হয় কিন্তু বাকি দুটো ধর্মে এসবের কিছুই হয় না। ওই দুটো ধর্মে ঈশ্বরের আরাধনা শুধু তাদের ধর্মগ্রন্থ পড়ে করা হয়। ধর্ম স্থানে এই তিনটি ধর্মের মিল- অমিল এটুকুই। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে তিনটি ধর্মের নিয়ম বিভিন্ন। বিশেষভাবে বিয়েতে বিভিন্ন রকম নিয়ম দেখা যায়।

 

দ্বন্দ্ব:-

হিন্দু মুসলিম ও খ্রিস্টান তিনটি ধর্মেই একজনের প্রয়োজন হয় বিয়ে দেওয়ার জন্য। হিন্দুদের জন্য পুরোহিত, মুসলিমদের জন্য মৌলবী ও ক্রিস্টান দের জন্য ফাদার এর প্রয়োজন হয়। হিন্দু ধর্মে বিয়ের আগে প্রচুর নিয়ম আছে, যেমন গায়ে হলুদ, আইবুড়ো ভাত, ঘাটে জল আনতে যাওয়া এই রকম নিয়ম। মুসলমানদের ও আছে। কিন্তু খ্রিস্টান ধর্মে তেমন কোনো নিয়ম নেই। হিন্দুদের গায়ে হলুদের নিয়ম টা একদিনে হয়ে যায় কিন্তু মুসলমানদের প্রায় সাত দিন ধরে হয়। হিন্দুদের বিয়েতে সিঁদুর দান, মালা বদল ও সাত পাক থাকে কিন্তু মুসলিম ও খ্রিস্টান ধর্মে এসব থাকে না। এই দুটি ধর্মে মৌলভীবাজারের মন্ত্র বিয়ে সম্পন্ন হয়। সবার সাথে মেলামেশার পর এইসব মিল-অমিল গুলোই আমার চোখে পড়েছে।

 

শীর্ষস্থান:-

তবে এসব করে বিভিন্ন ধরনের ছেলেমেয়েদের সাথে মেলামেশা করে নতুন নতুন অভিজ্ঞতা হলো ও তাদের বিভিন্ন বিভিন্ন আচার-বিচার জানলাম যেটা আমার জানা ছিল না । আর আমার এই কাজটি করে খুব ভালো লাগলো নতুন নতুন বন্ধু হল মেলামেশা করা ঘোরাফেরা হলো। বিভিন্ন ধর্মের ছেলে মেয়েদের সাথে মেলামেশা করে আমার ভালো লাগলো অভিজ্ঞতা হল আমার মনে হয় আমি এমন কাজ নিজে ভালো করে করতে পারব ও কাউকে শেখাতে পারবো।