JAGRIK STORY'S

                                                                                                       STORY NO - 6

Jagrik of Name: -  Arpita Devnath

Cohort No. – 06

Blog Orgnazation:- Bhabna association for people’s upliftment (BAPU)

 

                                                                                       মৌলিক অধিকার-

                                                                                জাস্ট জাগরিক ব্রোঞ্জ এর কাজ

 

প্রশ্ন:-

আলাদা আলাদা তিনটি ধর্মের একটি করে মূল্যবোধ পালন করুন এক সপ্তাহ ধরে আপনার অভিজ্ঞতা      থেকে আপনি কি শিখলেন সে সম্পর্কে একটি রচনা লিখুন।

 

সূচনা:-

আমি আলাদা আলাদা তিনটি ধর্মের একটি করে মূল্যবোধ পালন করলাম এক সপ্তাহ ধরে। এসব করে একটা অন্যরকম অভিজ্ঞতা হল। নতুন নতুন ধর্মের মূল্যবোধ পালন করে খুব ভালো লাগলো।

 

প্রসঙ্গ:-

হিন্দু ধর্মের দিক থেকে কিছু কিছু মন্দিরে গিয়ে ঈশ্বরের আরাধনা করলাম যেহেতু আমার ধর্ম হিন্দু তাই এটা আমার কাছে খুব একটা নতুন অভিজ্ঞতা নয়, মন্দির ছাড়াও খ্রিষ্টানদের ধর্ম গৃহে গিয়ে ঈশ্বরের আরাধনা করলাম। বেশ অন্যরকম অভিজ্ঞতা।

 

চরিত্র:-

বই পড়ে প্রথমে খ্রিস্টানদের দেবতা যীশু সম্বন্ধে জানলাম এবং সবশেষে যীশুর মূর্তির সামনে মোমবাতি জ্বালালাম। কিন্তু মুসলিম ধর্মে ঈশ্বরের আরাধনা তাদের মত করতে পারিনি। কারণ তাদের নামাজের ভাষাগুলো ছিল আরবি। যেহেতু আমি সেই ভাষা জানিনা তাই সেই ভাষা বুঝতে অসুবিধা হয়েছে।

 

দ্বন্দ্ব:-

কিন্তু মনে মনে নিজের ঈশ্বরের নাম করেছিলাম। হিন্দু ধর্মে ঈশ্বরের প্রতীক হিসাবে বিভিন্ন মূর্তিকে পুজো করা হয়, মুসলিম ধর্মে ঈশ্বরের প্রতীক হিসাবে চাঁদ তারা কে মানা হয়, আর খ্রিস্টান ধর্মের প্রতীক হিসাবে ক্রুশ চিহ্ন ব্যবহার করা হয়। তবে তিনটি ধর্মের ভাষা, চিহ্ন, নিয়ম আলাদা হলেও আমরা সব ধর্মের মানুষরা এক ঈশ্বরের আরাধনা করি। প্রতিটা প্রার্থনার দ্বারা একটাই মূলমন্ত্র বোঝায় সেটা হল সকলের মঙ্গল কামনা করা। সকলকে নিঃস্বার্থভাবে ভালোবাসা, গুরুজনদের আদেশ মেনে চলা , বড়দের শ্রদ্ধা করা ও ছোট দের ভালোবাসা।

 

শীর্ষস্থান:-

আমার এই তিন ধরনের ধর্মের সাথে কথা বলে মেলামেশা ও ঘুরেফিরে খুব ভালো লাগলো। আমি তাদের কিছু অজানা তথ্য যা বলা যেতে পারে নতুন নতুন বিভিন্ন ধরনের আচার বিচার  সবার সমান নয়। আমাদের হিন্দুদের যেমন আলাদা কেমন মুসলিম খ্রিস্টানদের আলাদা। এদের দুই ধর্মের ঈশ্বরের আরাধনা কৃপা প্রার্থনা করা। সব ধর্মে সবাই মঙ্গলকামনায় করে শুধু সবার পদ্ধতি টি সবার ভিন্ন ভিন্ন। সবশেষে আমি বলতে চাই আমার এই কাজটি করে খুব আনন্দ পেয়েছি এবং তার চেয়েও বড় কথা আমার এইসব কাজের অভিজ্ঞতা টা বাড়ল।