JAGRIK STORY'S

                                                                                                                 STORY NO - 5

Jagrik of Name: -  Arijit Roy

Cohort No. – 04

Blog Orgnazation:- Bhabna association for people’s upliftment (BAPU)

 

                                                                                      মৌলিক কর্তব্য -2

                                                                             জাস্ট জাগরিক ব্রঞ্চ এর কাজ

 

প্রশ্ন :- 

আপনার দাদা দাদি ব্যবহার করেছেন এমন কিছু পুরনো ছবি কাপড় প্রিন্টিং ইত্যাদি জয়েন করুন আপনার পরিবারের সদস্যদের এগুলির পিছনে গল্প এবং এই জিনিস গুলি তাদের জীবনে যে মূল্য রেখেছিল তা বলতে বলুন আপনি কিভাবে আপনার জীবনে এই মূল্যবোধগুলোকে নিবিড়িত করবেন তার একটি প্রতিবিম্বিত টুকরো লিখুন ?

 

সূচনা:-

আমাদের সকলের পরিবারে পরিবারে অনেক পুরানো পুরানো জিনিস থাকে যেগুলি সাথে আমরা আমাদের প্রচুর স্মৃতি লেগে থাকে আর জিনিসগুলি যত পুরনো স্মৃতিগুলো ততো মজবুত হয় আনন্দ দেয় এইসব জিনিস গুলো যদি দাদু দিদা দের সময়ের হয় তাহলে আনন্দ আরো বেশি হয় ।

 

প্রসঙ্গ :-

আমার পরিবারে আমার দাদু দিদা ব্যবহারের অনেক কিছু স্মৃতি আছে যেমন ছবি কাপড় কাটা পেন বই এইসব ও আছে এসব নিয়ে বাড়ির সদস্যদের সাথে গল্প শুনবো ও সেইসব জিনিসগুলি তাদের জীবনে কতটা মূল্য রেখেছিল সেগুলিও জানব আর সেইসব মূল্যবোধ গুলিকে কিভাবে নিজের জীবনের সাথে নিপীড়িত করে তুলবো সেই চেষ্টাই করছি।

 

চরিত্র:-

 পরিবারের সকলেরই পুরানো জিনিস প্রতি কিছু কিছু স্মৃতি জড়িয়ে থাকে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সকলেরই নিজের জিনিসের প্রতি স্মৃতি থাকে আর সেই গুলি যদি দাদু দিদা দের জিনিস হয় তবে তো আরো স্মৃতি জড়িয়ে থাকে তাদের এক একটা জিনিস নিয়ে এক একজনের বিভিন্ন গল্প কত পুরনো কথা জানা যায়।

 

দ্বন্দ্ব :-

এইসব পুরানো জিনিস নিয়ে দ্বন্দ্ব লাগে বেশ মজার সেইসব জিনিসগুলোর সম্পর্কে পাওয়া স্মৃতিগুলো যেমন পুরনো তেমন সেইসব স্মৃতি নিয়ে পরিবারের বড়দের মধ্যে দণ্ড দেওয়া দেখা যায় কেউ স্মৃতি করে রাখে আনন্দের আবার কেউ দুঃখের।

 

শীর্ষস্থান :-

এসব আলোচনা থেকে কত কিছু জানতে পারলাম ভালো লাগলো সবার মনের ইচ্ছা পুরানো স্মৃতি সব সামনে এলো আর এগুলি নিজের জীবনের মধ্যে নিবিড়িত চেষ্টা করব তাদের মত আমিও নিজের এমন কিছু জিনিস রেখে দেবো যার সাথে প্রচুর স্মৃতি জড়িয়ে থাকবে।