JAGRIK STORY'S

                                     JAGRIK STORY-28
নাম- AKASH DAS

সংস্থা-ভাবনা এসোসিয়েশন ফর পিউপিল আপলিফটমেন্ট।

                                                                           মৌলিক অধিকার-1

                                                                   জীবন জাগরীক - সোনার কাজ

প্রশ্ন-

কয়েকজন বন্ধুর সাথে সঠিকভাবে কোন ভারতীয় পতাকা উত্তোলন করতে একটি কাপড় ব্যবহার করুন এবং এটি আপনার গ্রাম/সম্প্রদায়/স্কুল/আবশিক অঞ্চলে একটি কেন্দ্রীয় জায়গায় স্থাপন করুন দয়া করে এটি আপনার সম্প্রদায়ের কেন্দ্রীয় কৃর্তপক্ষের কাছে পঞ্চায়েত, বা অধ্যক্ষের কাছে হস্তান্তর করুন এবং নিশ্চিত করুন যে এটি পরবর্তী তিন মাসের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ ইভেন্টের মধ্যে ব্যবহৃত হচ্ছে ।

 

সূচনা-জাতীয় পতাকার সম্মান।

প্রসঙ্গ- আমরা 5 জন বন্ধু মিলে সবার নিজের নিজের বাড়িতে পতাকা বানানোর জন্য জন্য কাপড় জোগাড় করি এবং জোগাড় হয়ে যাওয়ার পর সেই কাপড়গুলি কে একত্রিত করি এবং মেশিনে সেলাই করে একটি পতাকা তৈরি করি করি। ও মাঝের অশোক স্তম্ভ টি হাতে ড্র করি। এবং তারপর সেই পতাকাটি নিয়ে সেই প্রতিষ্ঠান যাই পাঁচ জন বন্ধু মিলে সেখানকার ডিরেক্টরের হাতে তুলে দেওয়ার জন্য। এবং সেই পতাকাটি তেনার হাতে তুলে দিলাম এবং তিনি একটি জায়গায় প্রতিষ্ঠিত করলেন।

চরিত্র- আমি ও আমার চার বন্ধু ও প্রতিষ্ঠান ডিরেক্টর।

দ্বন্দ্ব- প্রথমে মনে হয়েছিল কাজটি খুব কঠিন হবে। এই পতাকাটি কারো কাছে নিয়ে গেলে কেউ নেবে কিনা বা কেউ ব্যবহার করবে কিনা সেই নিয়ে মনের মধ্যে দ্বন্দ্ব ছিল। কিন্তু খুব সহজেই সেটা আমাদের হয়ে গেছে।

শীর্ষস্থান- আমরা কাজটা খুব সুন্দর ভাবে করতে পেরেছি এবং আমরা যে পতাকাটি সেই সংস্থার ডিরেক্টরের হাতে তুলে দিয়েছিলাম সেটি তিনটি ইভেন্টে ব্যবহার করা হবে তার জন্য তিনি একটি অঙ্গীকারপত্র দিয়েছেন।