JAGRIK STORY'S

                                                                              STORY NO - 27

নাম :- অনিকেত রায়

সংস্থা :- ভাবনাঅ্যাসোসিয়েশনফরপিউপিলআপলিফটমেন্ট (বাপু)

                                                                   মৌলিক কর্তব্য-4
                                                       জবরদস্ত জাগরীক -সিলভার টাস্ক

সূচনা: গাছ বাঁচাও জীবন।

প্রসঙ্গ: আমি প্রথমে যে জায়গায় গাছটি রোপন করব সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করি । তারপর ঠিক সেইখানে গাছটি রোপন করব সেই জায়গাটির চারিপাশ একটু মাটি টা আলগা করি সেই মাটির সঙ্গে একটু গোবর সার যুক্ত করি ক্রমাগত দুই তিন দিনদিন জায়গাটি ভালো করে মাটি আলগা করি তারপর গাছটি রোপন করি।

চরিত্র: গাছটি ক্রমাগত বেড়ে উঠেছে।

দন্ড : গাছটি লাগানোর পর তার চারিপাশ বেড়া দেওয়ার মতো জায়গা ছিল না ,তাই একটু বেশি করে নজর দিতে হতো এবং প্রত্যেক দিন নিয়মিত জল দিতে হতো মুরগি ছাগল দেখলেই তাড়াতে হত।

শীর্ষস্থান :এইভাবে ক্রমাগত নজরে রাখার পর আজ 27 দিন পর গাছটি পূর্বের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে ছাগল ও মুরগি থেকে আর ভয় নেই এবং আর কিছুদিন পর যে উদ্দেশ্য গাছটি রোপণ করা হয়েছে তার ফলও পাব আশা রাখছি। নিজের বাড়িতে শাকসবজি চাষ করতে খুব ভালো লাগে কারন নিজে শাকসবজি চাষ করতে গিয়ে কোনরকম রাসায়নিক জিনিস ব্যবহার করা হয় না তার ফলে সেই শাকসবজি খেতে খুব ভালো লাগে আর শরীরের পক্ষে খুবই উপকারী হয়।