JAGRIK STORY'S

                                                                            STORY NO - 24

 

নাম :- রোহন দালাল

সংস্থা :- ভাবনাঅ্যাসোসিয়েশনফরপিউপিলআপলিফটমেন্ট (বাপু)

 

                                                                      মৌলিক কর্তব্য-6

                                                                 জাস্ট জাগরিক ব্রোঞ্জের কাজ

প্রশ্ন-

এক সপ্তাহের জন্য একটি নতুন হাইজিন অনুশীলন প্রয়োগ করুন (উদাহরণস্বরূপ, বিছানার আগে প্রতিরাতে আপনার দাঁত ব্রাশ করা, খাওয়ার আগে সাবান দিয়ে আপনার হাত ধুয়ে দেওয়া, খাওয়ার পরে মুখ ধুয়ে ফেলা,প্রতিবার আপনার বাইরে মুখোশ পড়ে শারীরিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি)।

সূচনা

 আমরা সকলেই নানান রকম মহামারীর কথা শুনেছি। তবে কোভিড-19 এর মত এরকম এত কঠিন সমস্যা আসেনি এর আগে। এই সময় আমাদের জীবনে অভ্যাসের অনেক পরিবর্তন হয়েছে। আমরা সুস্থ থাকার জন্য নিজের অভ্যাসের অনেক পরিবর্তন করেছি।

প্রসঙ্গ-

আমাদের সমাজে এই পরিস্থিতিতে এই কোভিড-19 এর মত দুর্গম সময়ে আমাদের জীবন যাপনের যেমন পরিবর্তন এসেছে তেমনি আমাদের অভ্যাসের অনেক পরিবর্তন হয়েছে যেমন-ঘুমানোর আগে প্রতি রাতে ব্রাশ করা, খাবার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া, খাবার পরে মুখ ধুয়ে ফেলা। এছাড়া বাড়ির বাইরে বেরোনোর সময় মাক্স পড়ে বেরোনো। সকলের থেকে শারীরিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি।

চরিত্র-

কোভিড-19 এর মত এই মহামারী দুর্যোগে আমাদের অভ্যাসের যেসব পরিবর্তন হয়েছে সেগুলো আমাদের মধ্যে অনেকেরই আগে থেকে অভ্যাস ছিল আবার অনেকের কাছে একদম নতুন। বিশেষ করে একদম শিশু ও বয়স্কদের বেশি অসুবিধা হচ্ছে। তারা সবসময় মেনে চলতে পারছে না।

দ্বন্দ্ব-

একদম শিশু ও বয়স্কদের কোভিড-19 থেকে বাঁচার জন্য যেসব অভ্যাস গুলো পালন করতে হচ্ছে সেগুলো তাদের কাছে মাঝে মাঝে কঠিন হয়ে যাচ্ছে। তারা ভুলে যাচ্ছে। যেমন-রাতে ঘুমানোর আগে ব্রাশ করা, খাবার খাওয়ার আগে হাত ধুলেও মাঝে মাঝে সাবান দিয়ে ধুতে ভুলে যাওয়া, রাস্তায় বেরোনোর সময় মাক্স পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা। এইসব দিকে সমস্যা দেখা দিচ্ছে।

শীর্ষস্থান-

কোভিড-19 এর জন্য এক সপ্তাহ ও তার বেশি সময় ধরে এইসব হাইজিন অনুশীলন গুলি পালন করে চলেছি। আর এগুলি যাদের কাছে একদম নতুন তাদের প্রথম প্রথম মেনে চলতে একটু অসুবিধা হচ্ছে। তবুও এই নিয়ম গুলি নিজের অভ্যাস করে নিলে শরীরে ভাইরাসের প্রতিক্রিয়া কম হবে। শরীর সুস্থ থাকবে। আমি এই নিয়ম গুলি ক্রমাগত পালন করছি আর বাকিদের ও মেনে চলার কথা বলছি। বিশেষ করে শিশু ও বয়স্কদের।