JAGRIK STORY'S

                                                                             STORY NO - 23

নাম :- দীনেশ পান্ডে

সংস্থা :- ভাবনাঅ্যাসোসিয়েশনফরপিউপিলআপলিফটমেন্ট (বাপু)

 

                                                                            মৌলিক অধিকার

                                                              জবরদস্ত জাগরিক-সিলভার টাস্ক

 

প্রশ্ন-

বিগত বছরে প্রতি ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে প্রতিফলিত করুন যেখানে আপনি একজন শোষণকারী/বৈষম্যমূলক ছিলেন এবং তিনটি যেখানে আপনার বিরুদ্ধে শোষণ/বৈষম্য করা হয়েছিল। যাদের আপনি আঘাত করেছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং আপনাকে যে আঘাত করেছেন সেই অপরাধীর কাছে ক্ষমা চাইতে পারেন। বা আপনার আশেপাশের 4 জন ব্যক্তিকে শনাক্ত করুন যাদের এই সময়ের সংকটের সময়ে আপনি মনে করেন তাদের ধর্মের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শোষণ করা হয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তা বা ফোন কলগুলির মাধ্যমে আপনার সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন।

সূচনা-

আমরা জীবনে অনেকেই অনেক রকম দোষ-ত্রুটি করে থাকি আবার অনেকেই আমাদের সাথে ও অনেক রকম খারাপ আচরণ করেন। অনেকে শোষণকারী ও বৈষম্যমূলক হয়ে ওঠেন। আবার অনেক সময় আমরা শোষিত হই বা আমরা শোষণ করি। এই সব দোষ ত্রুটির ফলে আমরা সাধারন মানুষ কে কষ্ট দিয়ে ফেলি। অনেক সময় আমরাও কষ্ট পাই। তাই কারোর অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে অবশ্যই ক্ষমা প্রার্থনা করা উচিত।

প্রসঙ্গ-

আমরা অনেকেই অনেক সময় অজান্তেই ভুল করে ফেলি, অজান্তেই মানুষকে কষ্ট দিয়ে ফেলি। অনেক সময় কারোর ভুলের পরিমাণটা এতটাই বেড়ে যায় মানুষ শোষণকারী ও বৈষম্যমূলক হয়ে ওঠে। এতটাই স্বার্থপর হয়ে ওঠে একে অপরের ক্ষতি অনেকেই এই ভুল ধারণা নিয়ে মানসিক চাপে ভোগে এমন মানুষও আছে। তাই যদি কখনো মনে হয় কোন মানুষের সাথে অন্যায় হয়েছে তবে অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত।

চরিত্র-

আমরা সবাই দোষ করি। আবার অনেকে শোষিত হয় কোন কারন ছাড়াই। কখনো আমাদের শোষণকারী আমাদের পরিবারের সদস্যদের মধ্যে থেকেও হয়ে যায়। আবার কখনো খুব কাছের বন্ধুগুলো বৈষম্যমূলক আচরণ করে। এরকম অনেকের সাথেই হয় আর আমার সাথে ও হয়েছে। আমার পরিবারের অনেকেই এরকম করেছে। আমার বিরুদ্ধে শাসনকার্য বা বৈষম্যমূলক প্রায় সবকিছুই করা হয়েছে/হচ্ছে। সমস্ত রকম স্বাধীনতাতে বাধা দেওয়া হয়। এই সমস্ত শোষণমূলক ও বৈষম্যমূলক আচরণ আমার মায়ের বিরুদ্ধেও হয়েছে।

দ্বন্দ্ব-

এই সমস্ত খারাপ আচরণ গুলি কারো সাথে হলে উভয় পক্ষেই মতের অমিল দেখা যায়। স্বাধীনতার সাথে সাথে শান্তি ও শেষ হয়ে যায়। ফলে দুই পক্ষের দ্বন্দ্বের সৃষ্টি হয়। অনেকে ধর্মের ভিত্তিতে ও এরকম আচরণ করে থাকে। এক ধর্মের মানুষ হয়তো নিজের স্বার্থের জন্য আবার কখনো নিজের ধর্মকে তুলে ধরার জন্য। এর ফলে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

শীর্ষস্থান-

অনেক সময় এমন এমন দোষ ক্রটি করে ফেলে ফলে তাদের পরে অনেক কষ্ট হয়।এরকম শোষণকারী যারা তারা যদি পড়ে নিজের ভুল বুঝতে পারে ও যাদের সাথে খারাপ ব্যবহার করে তাদের কাছে যদি ক্ষমা চায় তাহলে সকলের কাছে নিজস্ব স্বাধীনতার জোর থাকে। আমার দেখা ধর্মের বিরুদ্ধেও এমন এমন মানুষ আছে যারা শোষণ করে তাদেরও ক্ষমা প্রার্থনা করা উচিত।করতে ভাবে না। অনেকে ধর্মের ভিত্তিতে একে অপরের শোষণে তৎপর হয়ে ওঠে। নিজের ধর্মকে বড় করে তোলার জন্য একে অপরের ক্ষতি করে। কখনো নিজের ইচ্ছায় আবার কখনো সমাজের চাপে। নিজে ভুলটা বুঝতে পারার পর অনেক সময় নিজেকে খুব ছোট মনে হয় অনেকের।