JAGRIK STORY'S

                                                      STORY NO – 22

Name-akash das

Organisation-Bhabna association for people upliftment

 

                                                    মৌলিক অধিকার-3

                                                 জীবন জাগ্রিক-গোল্ড টাস্ক

প্রশ্ন-

আপনার স্কুল/সম্প্রদায় এবং বাড়িতে বাচ্চাদের বিরুদ্ধে সহিংসতার তিনটি প্রকাশ প্রতিফলন করুন এবং সনাক্ত করুন। আপনার বন্ধুদের সাথে তাদের অভিজ্ঞতার বিষয়ে আলোচনা শুরু করুন এবং এইচএস গুলি সমাধান করার জন্য গ্রুপ হিসাবে আপনি কি করতে পারেন। কোন পদক্ষেপ গ্রহণের আগে আপনার জাগ্রিক পরামর্শদাতাদের সহায়তা নিন।

 

সূচনা-

আমরা দেখি আমাদের চারপাশে অনেক শিশুরা নানা কারণে সহিংসতার শিকার হয়। তারা বিভিন্ন কারণে বিভিন্ন রকম স্বাধীনতা পেতে পারে না। কোন কোন সময় তারা নিজের পড়াশোনা, আনন্দ, খেলা এসব নিয়েও হেনস্থা হয়। এসবের ফলে নতুন প্রজন্মের শিশুদের বিকাশ অসম্পূর্ণ থেকে যাচ্ছে। যদি এসব সমস্যার সমাধান করা যায় তবে নতুন প্রজন্মের বেড়ে ওঠা শিশুদের বিকাশ ভালো হবে।

 

প্রসঙ্গ-

আমাদের চারপাশে থাকা শিশুরা বা অনেক সময় নিজের পরিবারে থাকা শিশুরা ও সহিংসতার শিকার হয়। তার ফলে তারা নানা রকম মানসিক দিক থেকে অসহায়তা বোধ করে। তাদের এই সহিংসতা থেকে বের করতে না পারলে পরবর্তী প্রজন্মের বিকাশ সাধন সম্ভব নয়। এই সমস্যার সমাধানের জন্য আমি আমার বন্ধুদের সাথে আলোচনা করেছি ও তাদের মতামত গুলি নিয়ে জাগৃক পরামর্শদাতার সাথে আলোচনা করে তাদের সহায়তা নিয়ে এই সব সমস্যার সমাধানের চেষ্টা করছি।

 

চরিত্র-

আমাদের চারপাশে থাকা স্কুল, সম্প্রদায় বা বাড়ির বাচ্চাদের বিরুদ্ধে যে সহিংসতা প্রতিফলিত হয় তাতে শিশুদের মানসিক ও শিক্ষার বিকাশ অসম্পূর্ণ থেকে যায়। তারা স্বাধীনভাবে শিক্ষা লাভ করতে পারছে না। প্রতিটা শিশুর নিজস্ব কিছু স্বাধীনতা দরকার। তারা যে যেটাতে পারদর্শী তাকে সেটাই বেছে নেওয়া দরকার। তারা কি পড়াশোনা করবে তারা কি ভালোবাসে সেই সব বিষয়ে কিছুটা স্বাধীনতার প্রয়োজন। আমি আমাদের বন্ধুদের সাথে এই বিষয়ে আলোচনা করলাম। অনেকে এসব নিয়ে মতামত জানালো।

 

দ্বন্দ্ব-

যেকোনো বাচ্চাদের বিরুদ্ধে সহিংসতা সমাধানের জন্য যেসব মতামত পেয়েছি সেইসব মতামত এর মধ্যে অনেক দ্বন্দ্ব দেখা গেছে। কোথাও কোথাও বাচ্চাদের বিরুদ্ধে যেসব সহিংসতা গুলো উঠে এসেছে সেই সব বিষয়গুলো সমাধানের অনেক মতবিরোধ দেখা গেছে। বাচ্চাদের যেসব সহিংসতার শিকার হতে হয় তার মধ্যে প্রথম হল স্বাধীনভাবে শিক্ষা গ্রহণ। অনেক সময় অভিভাবকরা তার বাচ্চার ওপর নিজের ইচ্ছা গুলো চাপিয়ে দেয়। এর ফলে বাচ্চাদের উপর মানসিক চাপ পড়ে। শুধু শিক্ষার দিকে নয় খেলাধুলোর দিকেই অনেক সময় বাচ্চাদের সহিংসতার শিকার হতে হচ্ছে। এইসব বিষয়ে দ্বন্দ্ব দেখা যাচ্ছে।

 

শীর্ষস্থান-

আমাদের স্কুল, বাড়ি ও বিভিন্ন সম্প্রদায়ের বাচ্চাদের বিরুদ্ধে যে নানারকম সহিংসতা গুলো চোখে পড়ে সেই সব সমস্যাগুলি সমাধানের জন্য আমি আমার কিছু বন্ধুদের সাথে সেই সব বিষয়ে আলোচনা করি আর সেইসব বাচ্চাদের সাথে কথা বলি যারা সহিংসতার শিকার হয়। আর আমরা বন্ধুরা মিলে কিভাবে এই সমস্যার সমাধান করব সেই নিয়ে নিজস্ব জাগ্রিক পরামর্শদাতার সহায়তা নিলাম। ও তার সাহায্য নিয়ে চেষ্টা করব এসব সমস্যা সমাধান করতে। যাতে নতুন প্রজন্মের বেড়ে ওঠা শিশুদের মানসিক ও শিক্ষার দিক থেকে সম্পূর্ণ বিকাশ ঘটে।