JAGRIK STORY'S

                                                                                           STORY NO – 19

নাম :-সন্তোষী রায়।

সংস্থা :- ভাবনাঅ্যাসোসিয়েশনফরপিউপিলআপলিফটমেন্ট (বাপু)

                                                                                   মৌলিক কর্তব্য 4

                                                                                     জাগরী ক ব্রোঞ্জ টাস্ক

প্রশ্ন –

5 জন পড়ুয়া মিলে একটি দল তৈরি করো। তোমরা প্রত্যেকে পাঁচটি করে চারা গাছ লাগাও তোমার বাড়িতে আশেপাশে এরপর সে গুলোকে বড় করতে থাকে ওই চারা গাছগুলি কে লাগিয়ে বড় করার আগে জায়গাটি কেমন ছিল এবং তারপরে কেমন হলো সেসব ছবির মাধ্যমে প্রকাশ করো।

উত্তর-

সূচনা- আমিও আমার পাঁচ বন্ধু পাঁচ রকমের গাছ লাগানো এবং সেগুলিকে এক সপ্তাহ ধরে যত্ন করলাম ভালো করে জল দিলাম

প্রসঙ্গ- আমার সেই পাঁচটি গাছ লাগালাম সেগুলো কি নিয়মিত যত্ন জল দিয়ে বড় করে তুললাম আর জন বন্ধু মিলে পাঁচটি গাছ।

কলা গাছ- আমার একটি বন্ধু বেল গাছ লাগিয়েছে প্রতিনিয়ত এই কাজটিকে জল দেয় বড় করে তোলে এবং যত্ন নেয় যাতে কোন পোকা মাকড় বাড়িতে খেয়ে নেয় নেয় সেই দিকে তার নজর দেয়।

দেবদারু গাছ- আমার একটি বন্ধু দ্বিতীয় বন্ধু সে হলুদ গাছ লাগিয়েছে সে সেই হলুদ গাছটিকে নিয়মিত জল দেয় এবং তার বাবাকে বলে সেই গাছটির জন্য কিছু সারের ব্যবস্থা করে । গাছটিকে বড় করে তোলে।

শিশু গাছ- আমার তৃতীয় বন্ধু একটি ঘৃতকুমারী গাছ লাগায় এবং সেও সবার মত নিয়মিত সেই গাছে জল দেওয়া যত্ন নেয়।

লেবু গাছ - সব বন্ধুর মতোই আমার চতুর্থ বন্ধু একটি ফনিমনসা গাছ লাগাই এবং সেই কাজটি যত্ন নেয়।

জাম গাছ- সবার মত আমিও কিছু নিম গাছ লাগাই। আমি নিয়মিত সেই গাছটি যত্ন নিয়ে এবং বড় করে তুলে জল দেওয়া ও নানা রকম যত্ন নেওয়া সবই আমি করে থাকি।

চরিত্র- আমিও আমার 5 জন বন্ধু।

দ্বন্দ্ব- এই কাজটি করতে আমার কোন অসুবিধা হয়নি কাজটি করে আমার ভালো লাগলো।

শীর্ষস্থান - গাছ লাগানো যখন প্রকৃতির পক্ষে ভালো তেমনি মানুষের পক্ষেও পাখিদের ঘর তৈরি জায়গা বা বাসস্থান গড়ে ওঠে আমাদের পরিবেশকে সুস্থ রাখতে আমাদের গাছ লাগানো উচিত আমি মনে করি সবাই অন্তত একটি করে গাছ লাগানো উচিত তাহলে আমাদের প্রকৃতি সবুজে ভরে উঠবে।