JAGRIK STORY'S

                                                                        STORY NO - 18

 

নাম :-সনু রায়

সংস্থা :- ভাবনাঅ্যাসোসিয়েশনফরপিউপিলআপলিফটমেন্ট (বাপু)

 

                                                               মৌলিক অধিকার-4

                                                  জবরদস্ত জাগরীক - সিলভার টাস্ক

প্রশ্ন-

তোমার ধর্ম ছাড়া অন্য ধর্মের ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করো। তোমরা একে অপরের বাড়িতে বা ধর্ম স্থানে বাউসা ভেজাও আর খুঁজে বের করার চেষ্টা করো যে কোন জায়গায় তোমাদের মধ্যে মিল আছে আর কোথায় অমিল। এসব করে তোমার যা যা অভিজ্ঞতা হবে সেসব এর মূল দিক গুলি আর তুমি যা যা শিখেছে সব কথা জাগরী ক  সমাবেশে বল।

 

উত্তর-

সূচনা- একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান।

প্রসঙ্গ -আমরা ওদের ঈদ বা অনুষ্ঠানে যায় আনন্দ করি। আমাদের হিন্দু ধর্মে পুরোহিত আছে আমাদের যেমন দুর্গা কালী পুজো হয় ইত্যাদি আছে।আমাদের পুরোহিত গীতা বই পড়ে আমাদের পুজোতে ফুল-বেলপাতা ডাব লাগে।

অমিল গুলি হল - আর তাদের নামাজ পড়ার জন্য মোলবি সাহেব আসে। আর তাদের ধর্মে রোজা কুরবানী মহরম ইত্যাদি নানা রকম অনুষ্ঠান আছে। তাদের ধর্মে মসজিদ কুরআন বা আরবি বই পড়ে। তাদের ধর্মে নামাজ পড়তে গেলে এইসব লাগে না।

চরিত্র-হিন্দু মুসলমান সম্প্রদায়ের সঙ্গে কথাবার্তা বলে এবং তাদের সঙ্গে মিলেমিশে তাদের নানা রকম অনুষ্ঠানের ব্যাপারে জানা।

দ্বন্দ্ব-মিল অমিল থাকলেও আমাদের ধর্মের মধ্যে আমাদের পুজো আর যাতে ওরা যেমন অংশগ্রহণ করে তেমনি আমরাও তাদের ঈদ এর অংশগ্রহণ করি।এই অংশগ্রহণের মধ্যেও দুই ধর্মের কিছু কিছু ভেদাভেদ আছেই কিন্তু কিছু হিন্দু মুসলিম একেঅপরের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইনা।