JAGRIK STORY'S

                                                                                 STORY NO - 16

নাম :-সুস্মিতা সিং

সংস্থা :- ভাবনাঅ্যাসোসিয়েশনফরপিউপিলআপলিফটমেন্ট (বাপু)

 

                                                                       মৌলিক অধিকার 2

                                                            জাস্ট জাগরীক  -ব্রোঞ্জ এর কাজ

প্রশ্ন –

বাবা-মায়ের সাহায্য নিয়ে এটাই হিসাব করে বের করো যে 24 ঘন্টায় তোমার জন্য কত খরচ হয়। খাওয়া-দাওয়া শিক্ষাই থাকার ব্যবস্থা আর অন্যান্য জিনিস তোমার উপর যে পরিমাণ টাকা খরচ হয় সেটা খরচের পরিমাণ কমিয়ে অর্ধেক করে দেওয়া হয় ।তোমার জীবন কিভাবে বদলে যাবে আর তোমার স্বাধীনভাবে চলাফেরা রুপোর তার কি প্রভাব পড়বে সেই ব্যাপারে একটি ব্লগ বা নিবন্ধ লেখার বা কুড়িজন বন্ধুর সঙ্গে আলোচনা করো।

 

উত্তর-

সূচনা- সকালে ঘুম থেকে উঠে সারাদিন এর মোট খরচ বাবদ আমার যে পরিমাণ খরচ হয় তা আমি একটি ডায়েরীতে বা কাগজের নথিভুক্ত করি।

প্রসঙ্গ- সকালে ঘুম থেকে উঠার পর মুখ ধোয়ার পর দুধ বিস্কুট 10 +5- 15 টাকা। তারপর পড়তে যাওয়ার জন্য মাসিক খরচ 500 টাকা। বাড়ি ফিরে আসা আমাকে তারপর স্কুল যাওয়ার জন্য এবং পরিষ্কার থাকার জন্য জামাকাপড় জুতো বই খাতা পরিচ্ছন্ন রাখতে হয় 500 টাকা। সকালে স্কুল যাওয়ার জন্য খাওয়া-দাওয়া ডাল ভাত সবজি 550 টাকা দৈনিক খরচ। স্কুল যাওয়ার আসার জন্য নদীপথে খরচ হয় 10 টাকা দৈনিক। সারাদিনে পেন খাতা ইত্যাদির জন্য কুড়ি টাকা দৈনিক খরচ। স্কুল থেকে বাড়ি ফিরে শরীরচর্চার জন্য মাসে আড়াইশো টাকা ব্যয় করা হয়। সন্ধের সময় টিফিন খরচ 10 টাকা এবং সবজি খাওয়া বাবদ টাকা হল আমার সারাদিনের খরচ।

চরিত্র- আমি নিজেই চরিত্র। আমি এই প্রসঙ্গে বলতে চাই আমার যত খরচা হয় সেগুলি আমার পরিবারে ওপর এখন তাই ভার আমি সেদিকে একদিনের জন্য বা 24 ঘন্টা অর্ধেক করে দেখলাম তাতে আমার কোন অসুবিধা হচ্ছে কিনা।

দ্বন্দ্ব- এটা সাধারণত সুস্থ মানুষ থাকার জন্য প্রয়োজন এই ব্যয় অর্থাৎ অর্ধেক করে দেয়া হলে সেই ব্যয় সেই শিশুটির পক্ষে সমস্যার দিক থেকে কিছু আঘাত হানতে পারে।

শীর্ষস্থান-সবশেষে বলা যায় যে একটি মানুষকে স্বাভাবিক চলাফেরা করার জন্য তাই দৈনন্দিন খরচা টি সামঞ্জস্য রেখে চলতে হবে কারণ অতি কমিয়ে দিলে তার জীবনে কোন অসুবিধার সম্মুখীন হতে হতে পারে।