JAGRIK STORY'S

                                                                     STORY NO - 14

 

নাম :-  শর্মিষ্ঠা কর

সংস্থা :- ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিউপিল আপলিফটমেন্ট (বাপু)

 

 

                                                            মৌলিক কর্তব্য 2

                                                      জাস্ট জাগরীক -সিলভার টাস্ক

 

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিরা কিভাবে তাদের চলা পরিচালনা করে তা অভিজ্ঞতার জন্য চোখের পাতার 6 ঘন্টা ব্যয় করুনআপনি তুলনামূলক নিরাপদ স্থানে রয়েছেন তা নিশ্চিত করুন আপনার অ্যাক্সেস সম্পর্কে কি অনুভব করেছেন এবং চলাচলের  বৃহত্তর স্বাধীনতার অভিজ্ঞতা অর্জনের জন্য দৃষ্টি প্রতিবন্ধী বা অজয় প্রতিবন্ধীদের কি প্রয়োজন সে সম্পর্কে কুড়ি জনের সাথে লিখুন বা কথা বলুন

সূচনা-

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তির প্রতি আমার অভিজ্ঞতা

প্রসঙ্গ -

আমার মতে একজন দৃষ্টি প্রতিবন্ধী জন্য সাপোর্টের ভীষণভাবে প্রয়োজন অপর সেই সাপোর্টার টা অতি অবশ্যই ব্যক্তি হতে হবে আমি সেই 6 ঘন্টায় অনুভব করতে পারলাম যে একজন দৃষ্টিপ্রতিবন্ধীর পক্ষে চলাফেরা করা খাওয়া কতটা কঠিন অবশ্য আমি একটা দেখেছি যে দৃষ্টি প্রতিবন্ধী বা প্রতিবন্ধী ব্যক্তি হওয়া সত্ত্বেও খুব সুন্দর জায়গায় আবার বাদ্য-যন্ত্র বাজছে

চরিত্র-

চরিত্র বলতে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী বা প্রতিবন্ধী ব্যক্তিঅবশ্য আমি নিজেই 6 ঘন্টা প্রতিবন্ধী ব্যক্তি হওয়ার চেষ্টা করেছি

দ্বন্দ্ব-

এই কাজটা করার সময় একটু দ্বন্দ্ব হয়েছে যেমন- যেহেতু এই 6 ঘণ্টা আমার চোখে একটা কাপড় দেওয়া ছিল,সেহেতু আমি অনুভব করলাম দৃষ্টি প্রতিবন্ধী বা প্রতিবন্ধীদের চলাফেরা কতটা অসুবিধা হয় আমি হাটার সময় কিছু জিনিসের সাথে বাধা পেয়েছি আমার খাওয়ার সময় কিছু অসুবিধা হয়েছি। ও আমার চোখ বন্ধ অবস্থায় জামা কাপড় পড়তে একটু অসুবিধা হয়েছিল

শীর্ষবিন্দু -

অবশেষে আমি এটা বলতে পারি একজন প্রতিবন্ধী বা প্রতিবন্ধীকে গাইড বা সাপোর্ট করা যায় আমাদের মত পুরোটা না হলেও কিছুটা স্বাভাবিক জীবন কাটাতে পারবে বলে আমার মনে হয়