JAGRIK STORY'S

                                                               STORY NO - 13

 

নাম :- শর্মিষ্ঠা কর

সংস্থা :- ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিউপিল আপলিফটমেন্ট (বাপু)

 

                                                          মৌলিক কর্তব্য 2

                                                  জাস্ট জাগরীক -ব্রঞ্চ ট্যাক্স

 

আপনার পিতা-মাতার সহায়তায় 24 ঘন্টা (খাদ্য , শিক্ষা, আশ্রয় এবং অন্য যেকোনো জন্য) আপনার ওপর কত টাকা খরচা হয় তা সনাক্ত করন। কিভাবে আপনার অর্থ পরিবর্তন হয়ে যায় এবং কিভাবে আপনার স্বাধীনতার প্রভাব পড়বে? একটি ব্লগ বা প্রবন্ধ লিখুন বা একটি সম্পর্কে কুড়ি জনের সাথে কথা বলুন।

 

সূচনা-

আমি ও আমার পরিবার 24 ঘন্টায় (খাদ্য শিক্ষা ও আশ্রয় এবং যেকোনো জন্য) কি কি পরিবর্তন আনতে পারি তারই একটি অভিজ্ঞতা।

প্রসঙ্গ-

আমি আমার পরিবারের থেকে শনাক্ত করে জানলাম যে আমাদের 24 ঘণ্টায় 300 টাকা ব্যয় হয় আমিও আমার পরিবার 24 ঘন্টায় পরিবর্তন করছি । যেমন- পাউরুটি, কলা, ডিম, বানানো রুটি আর তরকারি আবার যেমন দুপুরে মাংস ভাত খাওয়ার বদলে মাছ-ভাত খরচে একটু পরিবর্তন করার জন্য টিভি টা একটু কম দেখলাম। বিকেলে বেলাতে বাইরের কোন খাবার কিনে খাওয়ার বদলে বাড়িতে মুড়ি আর চানাচুর খেলাম। এইভাবে আমি ও আমার পরিবার 24 ঘন্টায় আগের তুলনায় পরিবর্তন আনার চেষ্টা করছি তবে হ্যাঁ এই পরিবর্তনের ফলে এটা বুঝলাম চেষ্টা করলে সব সম্ভব।

চরিত্র-

চরিত্র বলতে আমি ও আমার পরিবারের 24 ঘন্টার পরিবর্তন।

দ্বন্দ্ব-

দ্বন্দ্ব বলতে খুব একটা দ্বন্দ্ব হয়নি।

শীর্ষস্থান-

অবশেষে এটা বলতে পারি খরচ একটু বুঝে করা উচিত আর আমার পরিবারের লোকেরা বল একটু সঞ্চয় করা উচিত আমি চেষ্টা করব এরপর থেকে 24 ঘন্টায় যতটা পরিবর্তন করছি এরপর আমি 1 সপ্তাহ তারপর  আমি একটু একটু করে পরিবর্তন করব।