JAGRIK STORY'S

                                                              STORY NO - 12

 

নাম :- Arpita debnath

সংস্থা :- ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিউপিল আপলিফটমেন্ট (বাপু)

 

                                                           Fundamental rights-2

                                                   জবরদস্ত জাগ্রিক-সিলভার টাস্ক

 

প্রশ্ন-

একটা পুরো দিন(24 ঘন্টা) নিরবে থাকুন। যার অর্থ কারো সাথে কোন যোগাযোগ (মৌলিক, লিখিত বা সামাজিক মিডিয়া) নয়। না আপনি কিছু লিখতে/করতে পারবেন। আপনার অবশ্যই আপনার প্রতিদিনের কাজ গুলি চালিয়ে যেতে হবে। এটি যাচাই করার জন্য তিনজনকে পান। ভাব প্রকাশের অধিকার আপনার পক্ষে কী বোঝায় এবং আপনি কিভাবে অন্যকে এটি প্রয়োগ করতে সহায়তা করতে পারবেন সে সম্পর্কে কমপক্ষে কুড়ি জনকে লিখিত বা মৌখিকভাবে প্রতিফলিত করুন এবং ভাগ করুন।

 

সূচনা-

ভাব প্রকাশ করে কাজ করার প্রচেষ্টা।

 

প্রসঙ্গ-

আমি সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তারপর চা খাওয়ার জন্য আমাকে ইশারায় আর হাতের ভঙ্গিমায় দেখালাম তারপর চা খেলাম।তারপর সকালের খাবার নিজে বানালাম তারপর খাবার প্লেটে বেড়ে নিয়ে মা-বাবার সামনে রাখলাম আমি আমার মা বাবাকে টেবিলের মধ্যে হাত দিয়ে বাড়ি মেরে ওদেরকে বুঝিয়ে ডেকে নি। ওদের বুঝতে সুবিধা হয়। আর আমারও বোঝাতে সুবিধা হয় তারপর আমি মার সাথে কাজে সাহায্য করি মাকে কিছু বোঝানোর হলে আমি হাতের ভঙ্গিমায় বোঝাই। রাস্তায় বেরোলে কোনো কিছু কেনার দরকার হলে যদি সাথে কেউ থাকে তাকে ইশারায় বোঝাই। যদি একা থাকি তাহলে দোকানদারকে হাতের  ভঙ্গিমায় বোঝাই। আমি কলেজে পড়ি তাই কলেজের ম্যাডামকে হাতের ভঙ্গিমায় সবকিছু বুঝিয়ে দি। তারপর বাড়িতে বিশ্রাম করি।তারপর রাতে খাবারের সময় মা খাবার টেবিলে খাওয়ার দেয় আমি ইশারায় আসছি বলি তারপর খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ি।

 

চরিত্র-

আমি নিজেই চরিত্রটি করেছি।

দ্বন্দ্ব-

 

দ্বন্দ্ব বলতে প্রথমে অনেক অসুবিধা হয়েছে কিন্তু আসতে আসতে অভ্যাস করতে করতে সমস্যা অনেক কম হয়ে গেছে তবে হ্যাঁ কথা বলতে পারেনা প্রকাশের দাঁড়ায় তাদের সবকিছু বোঝাতে হয়।

তাদেরও অনেক সমস্যা হয় সেটা অনেকটা অনুভব করেছি।

 

শীর্ষস্থান-

কাজটি খুব কষ্টদায়ক। অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। কয়েকজনকে বোঝাতে পেরেছি। চেষ্টা করব সবাইকে বোঝাতে। যারা ভাবপ্রকাশের দ্বারা তাদের কথা বোঝাতে চায় আমি পারবো তাদের কথা বুঝতে আমি চেষ্টা করব তাদের সাহায্য করতে আর অন্য মানুষদের সাহায্য করতে।