JAGRIK STORY'S

                                                                                                          STORY NO - 3

Jagrik of Name: - SAYONI SAHA 

Cohort No. – 04

Blog Orgnazation:- Bhabna association for people’s upliftment (BAPU)

                                                                                                  মৌলিক কর্তব্য

                                                                                       জবরদস্ত জাগরিক-সিলভার টাস্ক

 

আপনার সম্প্রদায়ের এমন কিছু সাংস্কৃতিক ধর্মীয় অনুশীলনের প্রতিফলন করুন যা নারী ও মেয়েদের উদযাপন\অবজ্ঞা করে। আপনার পরিবারের মহিলারা কিভাবে আরো বেশি মর্যাদার সাথে আচরণ করতে পারেন সে বিষয়ে আপনার পরিবারের প্রবীনদের সাথে কথা বলুন ?

সূচনা :-

আমাদের পরিবেশে সবাই স্বাধীন। ছেলে ও মেয়ে সবার সমান অধিকার হলেও সমাজের কিছু মানুষের জন্য তাদের কুসংস্কারের জন্য তাদের পরিবারের মেয়েরা এখনো সমান অধিকার পায় না। ধর্মীয় সাংস্কৃতিক দিকের অনেক কিছুর মধ্যে মেয়েরা পিছিয়ে আছে তাই কিছু অনুশীলনের মাধ্যমে --আমার নিজের পরিবার বা আত্মীয়দের বোঝানোর চেষ্টা করব যাতে তারা তাদের পরিবারের মেয়েদের কোন অধিকার থেকে বঞ্চিত না করে।

প্রসঙ্গ :-

আমাদের সম্প্রদায়ের ধর্মীয় সাংস্কৃতিক এমনকিছু অনুশীলনের প্রতিফলন প্রয়োজন যেখানে নারী ও মেয়েরা আরো বেশি মর্যাদা পেতে পারে। যেমন-আমাদের এই উন্নত পরিবেশে প্রশাসন থেকে নারী ও পুরুষের সমান অধিকার দিয়েছে বললেও সমাজের কিছু মানুষ মানতে চান না। নারীদের সেই নিচেই দমিয়ে রাখে। কিছু কিছু সময় কুসংস্কারের বশে নারীদের দমিয়ে রাখা হয় স্বাধীনতা দেয়া হয় না এসব জিনিস গুলো যদি কিছুটা দূর করতে পারি সেই জন্য নিজের পরিবারের প্রবীনদের বোঝানোর চেষ্টা করছি। যাতে তারা এই কুসংস্কার থেকে বেরিয়ে নিজেরা স্বাধীনভাবে চলতে পারে এছাড়া অন্য কোথাও এরকম বিষয় দেখলে যেন তারা বোঝাতে পারে ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই চেষ্টাই করবো।

চরিত্র :-

ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে দেখতে হলে মেয়েদেরকে শুধু ছেলেরা নয় একটা মেয়েকে আরেকটা মেয়েও দমিয়ে রাখে। কোন বিধবা মেয়ে কোন শুভ কাজে থাকতে পারে না,সমাজে এখনো এমন পরিবার আছে সেই পরিবারের সদস্যরা নারীর উচ্চশিক্ষায় আপত্তি জানান।মেয়েরা শহরের বাইরে থেকে পড়াশোনা করুক বা ছেলেদের সমান চাকরি কোনটাই মেনে নিতে পারে না। এছাড়াও মেয়েরা নিজেদের স্বাধীনতার জন্য প্রতিবাদ করতে পারে না।সমাজে একটা নারী পিছিয়ে থাকা বা তার অধিকার থেকে বঞ্চিত হওয়ার মূলে নারী ও পুরুষ উভয়েই দোষী।

দ্বন্দ্ব :-

এইসব সম্পর্কে পরিবারের প্রবীনদের বুঝানোর সময় কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। অনেকে পরিবারের বড়দের রেওয়াজ মেনে এসব কুসংস্কার থেকে বেরিয়ে আসতেই চায় না আবার অনেকে রাজি হয়েছে। এভাবেই যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম।

শীর্ষস্থান :-

ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে নারীরা যাতে এগিয়ে যায়, কুসংস্কারের অন্ধকারে যাতে মেয়েরা আর পরে না থাকে, তারাও যেন ছেলেদের সাথে সমান ভাবে চলতে পারে পরিবারের প্রবীনদের এরকম ব্যাপারে বোঝানোর চেষ্টা করলাম ।আমার মনে হয়না আমি আমার পরিবারকে বোঝাতে পেরেছি।এভাবে যদি সমাজের কুসংস্কারচ্ছন্ন সমস্ত মানুষকে বোঝানো যায় যাদের কারণে মেয়েরা এখনো পিছিয়ে তাহলে হয়তো নারী ও পুরুষ সমান মর্যাদা পাবে।