JAGRIK STORY'S

                                                                                                          STORY NO - 2

Jagrik of Name: - SAYONI SAHA 

Cohort No. – 04

Blog Orgnazation:- Bhabna association for people’s upliftment (BAPU)

 

 

                                                                                                       মৌলিক কর্তব্য-

                                                                                               জীবন জাগরীক-গোল্ড টাস্ক

 

আপনার 5 জন বন্ধু ,(ধর্ম-,বর্ণ ,শ্রেণি ,অঞ্চল এবং লিঙ্গ সীমানা জুড়ে)

 একটি গ্রুপ তৈরি করুন এবং আপনার অঞ্চলে সাধারণ ভাতৃত্বের চ্যালেঞ্জ গুলি এবং কিভাবে সেগুলি সমাধান করবেন সে সম্পর্কে একটি অনলাইন আলোচনার আয়োজন করুন।

 

সূচনা :-

বিগত কয়েক বছরে আমরা সাধারন মানুষরা আমাদের দেশ ও আমাদের চিন্তাভাবনার অনেক পরিবর্তন ঘটেছে। ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেণী, অঞ্চল, সীমানা নির্বিশেষে আমরা এগিয়ে থাকলেও এখনো অনেকেই ভাতৃত্বের অধিকার থেকে বঞ্চিত। অনেকেই নিজের অধিকার গুলো সমান পরিমাণে পায়না। তাই আমরা কিছু বন্ধুরা মিলে এই ভাতৃত্বের অধিকারগুলো কিভাবে সমান ভাবে সবাইকে দেওয়া যাবে কিভাবে চ্যালেঞ্জ গুলোর সমাধান সম্ভব সেই নিয়ে অনলাইনে কিছু আলোচনার আয়োজন করেছি। সেগুলি নিম্নে দেওয়া হল-

প্রসঙ্গ :-

আমাদের সমাজে এখন প্রায় সবাই উন্নত,  কিন্তু তা সত্য এখনো কিছু মানুষ জাতি ধর্ম অঞ্চল মেনে যেভাবে থেকে বঞ্চিত থাকে সেইসব অধিকার গুলি কিভাবে সমাধান হবে সেই নিয়ে পাঁচ জন এমন বন্ধুর সাথে আলোচনার চেষ্টা করছি যাতে এই ভাতৃত্ববোধের অধিকার সবাই সমান ভাবে পাবেন।

চরিত্র:-

আলোচনার সময় বিভিন্ন চরিত্রের ও ভিন্ন জাতির বন্ধুর সাথে আলোচনা করে বিভিন্ন রকম মতামত পাওয়া গেছে। এই ভিন্ন মতামত এর ফলে কার মনে কি চলছে এছাড়া কে কতটা ভ্রাতৃত্ব অধিকার থেকে বঞ্চিত তাও কিছুটা বোঝা গেল যেমন -লিঙ্গ ভেদে এই অধিকার নিয়ে অনেকের মতামত পেলাম। ছেলে ও মেয়েদের মধ্যে এখন সবাই সমান অধিকার যুক্ত। কিন্তু মেয়েরা এখনো অনেক স্থানে পিছিয়ে। যেমন-স্বাধীনতা, শিক্ষা, সফলতা ইত্যাদি। এখনো এমন পরিবার আছে যেখানে মেয়েদের এইসব অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়। আবার জাতিভেদে উঁচু-নিচু তেওঁ অনেক অসুবিধার ফলে সবাই সমান অধিকার পায় না। কেমন ধর্মের দিক থেকেও অধিকারের জন্য অসুবিধা দেখা যায়।

দ্বন্দ্ব:-

আমাদের মধ্যে এখনও অনেক শিক্ষিত আছেন যারা নিজস্ব অধিকার থেকে বঞ্চিত তেমনি অশিক্ষিত তো আছেই তারাও বঞ্চিত নিজস্ব ভাতৃত্ববোধের দিক থেকে। ধর্ম, জাতি, লিঙ্গ, অঞ্চল ইত্যাদি অনুসারে মানুষের ভাতৃত্ববোধ নির্ভর করছে এখনো। ধর্মের দিক থেকে আমরা বা আমাদের সাথে যারা এই আলোচনায় যোগ দিয়েছে তারা সবাই কয়েকটি ধর্মের সাথে অত্যন্ত পরিচিত। যেমন-হিন্দু, মুসলিম, খ্রিষ্টান। এছাড়া অনেক ধর্ম আছে যেগুলির সাথে তেমন পরিচিত নই আমরা।এই তিনটি ধর্মের মধ্যে অনেক রকম অসুবিধা আছে, কেউ সমানভাবে নিজ অধিকার পায় না তেমনি লিঙ্গ ভেদে ও আছে নানান রকম অসুবিধা। ছেলেমেয়েদের পারিবারিক বা সামাজিক স্বাধীনতা সমানভাবে পায়না সকলে ‌। এসবের মধ্যে ও শিক্ষা চাকরি করা বা নিজের স্বাধীনতায় কোন সিদ্ধান্ত নিতে পারে না বিশেষত মেয়েরা।

শীর্ষস্থান :-

এই আলোচনায় সকলের মধ্যে ভিন্ন মতামত ফুটে উঠেছে। কারণ সকলের অসুবিধা ও আলাদা।সমস্ত মতামত শোনার পর তাদেরকে বিভিন্ন আলোচনার দ্বারা বোঝানোর চেষ্টা করলাম ও তাদেরকে অনুরোধ করা হল তাদের সামনে কোন ভুল ঘটনা বাই ভাতৃত্ববোধের অধিকার থেকে বঞ্চিত কাউকে দেখলে যেন বোঝায়। সবাই যেন সমাজে সমান অধিকার পায় এইরকম চেষ্টা করার কথা বোঝালাম। এই সমস্ত আলোচনার পর শেষে মনে হল আমি আমাদের বন্ধুদের মধ্যে 2-3 জনকে তো বোঝাতে পেরেছি আর তারাও যদি এইভাবে বোঝাতে পারে তবে এভাবে একটি স্বাধীন সমাজ গড়ে উঠবে।