JAGRIK STORY'S

                                                                                                               STORY NO - 1

Jagrik of Name: - PRIANKA DEY

Cohort No. – 05

Blog Orgnazation:- Bhabna association for people’s upliftment (BAPU)

                                                                                                            মৌলিক অধিকার-৫

                                                                                                       জাস্ট জাগরিক-ব্রোঞ্চ টাস্ক

যেকোনো শিশুকে কোভিড-19 এর কারণে ক্লাস বন্ধ করতে হয়েছে এবং অনলাইনে ক্লাসে অ্যাক্সেস নেই তার সনাক্ত করুন প্রতিদিনের ক্লাস এর মাধ্যমে কমপক্ষে এক সপ্তাহের জন্য কমপক্ষে একটি শিশুকে তার পছন্দের বিষয়টি পড়ান।

সূচনা :- বিগত কিছু মাস ধরে আমাদের তথা সম্পূর্ণ বিশ্বে কোভিড-19 একটি গুরুত্বপূর্ণ বিষয় ।এই মরণ রোগের কারণে সম্পূর্ণ স্কুল কলেজ বন্ধ এবং সমস্ত পড়াশোনা গুলো অনলাইন ক্লাসের মাধ্যমে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে।

প্রসঙ্গ :- আমার পাশের বাড়ির একটি শিশু যে ক্লাস ওয়ানে পড়ে তার আর্থিক অবস্থা সেইরকম না হওয়ায় তার কাছে কোন অনলাইন ক্লাসের এক্সেস নেই ফলে তার শিক্ষাগত পঠন-পাঠন খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এর জন্য তার বাড়িতে গিয়ে আমি তাকে পড়ানোর সিদ্ধান্ত নি।

চরিত্র :- এই ঘটনাটির মধ্যে সম্পূর্ণ বাস্তবতার বোধ আছে ঘটনাটি চরিত্র গুলি হল আমি ও আমার বাড়ির পাশে থাকে সেই 6 বছরের দুটো শিশু যার পড়াশুনা এই মুহূর্তে প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল।

দ্বন্দ্ব :- বাচ্চাটির কারণে সামাজিক দ্বন্দ্ব বা কোন ঝামেলার সম্মুখীন হতে হয়নি।কারণ কাজটি সাধারণ আমার নিজেরও আমার পরিবারের সহায়তায় করেছি। তাছাড়াও সেই শিশুটির ও পরিবারের সম্পূর্ণ সহায়তা ও সম্মতি ছিল তাই কোনো দ্বন্দ্বের সম্মুখীন হতে হয়নি।

শীর্ষস্থান :- আমার সেই শিশুটিকে কিছুটা সাহায্য করার জন্য আমার আনন্দ অনুভব হয়েছে ফলে শিশুটিও নিজের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে পেরে আমার খুব আনন্দ অনুভব হয়েছে।