CHILD RIGHT'S STORY'S

                                                                          CHILD RIGHT'S STORY NO -8

নাম-সায়নী সাহা

সংস্থা-ভাবনা এসোসিয়েশন ফর পিউপিল আপলিফটমেন্ট।

 

                                                                                        চাইল্ড রাইটস উইল্ডকার্ড

                                                                                            জীবন যাগ্রিক সোনার কাজ

 

 প্রশ্ন : আপনার আশেপাশে তিনটি পরিবারের একটি অনলাইন অডিট করুন এতে আপনার নিজের ছেলেমেয়েরা রয়েছে এক সপ্তাহের মধ্যে তাদের পুষ্টির ভজন শ্রেণীবদ্ধ করুন তাদের দুধ ,ডিম ,শাকসবজি ,ফল ইত্যাদিতে সপ্তাহে কতবার হয় তা মেয়ে এবং ছেলে উভয়ই সমান পুষ্টি পায় কিনা তার সাথে তুলনা করুন ছেলে এবং মেয়েদের পর্যাপ্ত পুষ্টি খাবার গ্রহণের গুরুত্ব ভাগ করে নিতে আপনার সম্প্রদায়ের পাঁচটি পরিবার সাথে যোগাযোগ করুন ।

সূচনা : আমাদের সমাজে থাকা সকল মানুষের জীবনের নানা রকম অসুবিধা হয় এখন এই উন্নত সমাজে মানবজীবনে সামাজিক দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে অসুবিধা আসলেও অনেক রকম নতুন সংস্থা তৈরি হয়েছে যেখানে এইসব সমস্যার কিছুটা হলেও সমাধান সম্ভব সমাজে কোনরকম দুর্যোগ দেখা দিলে বা অন্য কোন সমস্যা হলে মানুষের সর্বপ্রথম স্বাস্থ্য ও খাদ্যের সমস্যা দেখা দেয় ।

প্রসঙ্গ : দুই হাজার কুড়ি এই সময় থেকেও আমাদের সমাজে কভিড 19 এর মত এই মহামারীর সময় অনেকের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই সময় সবচেয়ে বড় সমস্যা হল সুস্বাস্থ্য যেটা কেউ পাচ্ছে না এইসময় অঙ্গনারী নামক সংস্থা কর্মীরা কিভাবে সাহায্য করছেন ও কি কি ধরনের স্বাস্থ্য ও স্বাস্থ্যকর তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সেই নিয়ে আলোচনা করব ।

চরিত্র: নানারকম মহামারী সামাজিক দুর্যোগের সময় নানা রকম সংস্থার কর্মীরা মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসে সেইসব সংস্থার মধ্যে অঙ্গনারী ও একটি সংস্থা এই দুর্যোগের সময় মানুষকে তারা সুস্বাস্থ্য বিষয়ে তথ্য ও পুষ্টিকর খাবার বিষয়ে নানা রকম তথ্য পৌঁছে দিচ্ছে কোভিড 19 এর মত মহামারী থেকে বাঁচার জন্য যেসব সুস্বাস্থ্য কর তথ্য পৌঁছে দিচ্ছে তা হলো ভালো করে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করা মাক্স পড়ে বাড়ি থেকে বেরোনোর উপদেশ দেওয়া ও সবার থেকে অত্যান্ত দূরে দূরে থাকার চেষ্টা করা এর ফলে মানুষের আক্রান্তের পরিমাণ কম হবে এছাড়াও ইন্টারনেট বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পুষ্টিকরদ খাবারের তথ্য পৌঁছে দিচ্ছে

দ্বন্দ্ব  এইসব তথ্য গুলি মেনে চলতে অনেক সাধারণ মানুষের নানারকম অসুবিধা হচ্ছে অনেকের কাছে এইসব তথ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না এই কোভিড 19 থেকে বাঁচার জন্য যে পুষ্টিকর খাবার এর তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবার কাছে পাঠাচ্ছে অনেক গরিব মানুষ সেসব কিনতে পারছে না অনেক সাধারণ মানুষ সুস্বাস্থ্য পশু খাদ্যের অভাবে ও প্রাণ হারাচ্ছে।

 শীর্ষ স্থান : আমাদের সমাজ অনেক উন্নত হয়েছে আগের তুলনায় সমাজে এই কোভিড 19 এর মত মহামারীতে সকলকে নিজের স্বাস্থ্য ও পুষ্টিকর খাদ্যের অত্যন্ত প্রয়োজন দুধ হলুদ গরম জল কল এসব খাওয়া অত্যন্ত জরুরী সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ও নানা রকম সংস্থার কর্মীদের সবরকম সাহায্য করা উচিত।