CHILD RIGHT'S STORY'S

                                                CHILD RIGHT'S STORY NO -7

নাম- ARPITA DEBNATH

সংস্থা-ভাবনা এসোসিয়েশন ফর পিউপিল আপলিফটমেন্ট।

                                                                                                 জাস্ট জাগরিক-ব্রোঞ্জ টাস্ক

 

প্রশ্ন-চাইল্ড লাইন নম্বর 1098-তে পোস্টার তৈরি করুন, এর উদ্দেশ্যএবং সুবিধাগুলি ব্যাখ্যা করে করেছিলেন একজন প্রাপ্তবয়স্কের সহায়তায় আপনার সম্প্রদায় নোটিশ বোর্ডে এই পোস্টার টি লাগান।

 

সূচনা- শিশুদের সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করা ও তাদের সমস্ত রকমের সুরক্ষার দায়িত্ব নেওয়া।

প্রসঙ্গ - হারিয়ে যাওয়া শিশু পালিয়ে যাওয়া শিশু শিশুর সার্বিক বিকাশে রক্ষার জন্য চাইল্ড লাইন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার অধিকার বুঝিয়ে দেওয়া হচ্ছে। তাদের সেই উদ্দেশ্য গুলি হল -

(i)বাচ্চাদের অধিকার পাইয়ে দেওয়া ।

(ii)বাচ্চাদের শিক্ষার অধিকার পাইয়ে দেওয়া ।

(iiii)বাচ্চারা যাতে পাচার না হয় ।

(iv)শিশুরা যাতে বাইরে কাজের জন্য না চলে যায় সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য জীবন যাপন করতে পারি।

(v)শারীরিক ও মানসিকভাবে জাতির পিড়ীত না হয়।

যদি আপনি 18 বছরের কম হন আর যদি অসুস্থ, একাকীত্ব, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকেন বা কোন বাচ্চাকে যে তার সাহায্যের প্রয়োজন আছে তাহলে সঙ্গে সঙ্গে ফোন করুন 1098 টোল ফ্রি নম্বরে । বাচ্চাদের সুরক্ষা ও দেখাশোনা করার জন্য এই চাইল্ড লাইন 24 ঘন্টা খোলা থাকে ।সমস্ত রকম শিশুদের অসুবিধা ক্ষেত্রে এই নাম্বারটি কল করবেন আপনাদের 24 ঘণ্টার মধ্যে   চাইল্ড লাইন সেখানে পৌঁছে যাবে।

চরিত্র- চরিত্র বলতে এখানে আমি ও আমাকে যিনি এক ভদ্রলোক আমার এই নোটিশটি একটি নোটিশ বোর্ডে লাগিয়ে দেওয়ার জন্য সাহায্য করেছিলেন।

দ্বন্দ্ব- দ্বন্দ্ব বলতে আমাকে সেরকম অসুবিধার মধ্যে পড়তে হয়নি আমি একটি প্রতিষ্ঠান থেকে সমস্ত তথ্য জোগাড় করি এবং সেগুলি নথিভুক্ত করে একটি নোট বোর্ডে। এবং সেটিকে একটি নোটিশ বোর্ডে টাঙ্গানো জন্য আমাকে সাহায্য নিতে হয়েছিল এক ভদ্রলোকের যিনি আমাকে সাহায্য করেন সেই নোটিশটি একটি নোটিশ বোর্ডে লাগিয়ে দেওয়ার জন্য যাতে সবাই নোটিশটি খেয়াল করে এবং তাদের কোনো অসুবিধায় পড়ে থাকায় বাচ্চাদের শিশুদের অসুবিধার ক্ষেত্রে সেই 1098 নম্বরে কল করতে পারে সাহায্যের জন্য।

শীর্ষস্থান- আমার এই কাজটি করে ভালো লাগলো এবং এতেই অনেক জনের সাহায্য হবে ও অনেকে  উপকৃত হবে । আমি চাই এই শিশুদের ওপর অত্যাচার নির্যাতন সব কিছু যেন বন্ধ হয়। তারা যেন সুস্থ মানুষের মতন স্বাভাবিক জীবন যাপন করতে পারে।