CHILD RIGHT'S STORY'S

                                           CHILD RIGHT'S STORY NO -5

নাম: Puja Roy

সংস্থা-ভাবনা এসোসিয়েশন ফর পিউপিল আপলিফটমেন্ট।

 

                                                                                       চাইল্ড রাইটস উইল্ডকার্ড

                                                                                     জবরদস্ত জাগরী সিলভার টাক্স

 প্রশ্ন:  আপনাকে দশটি লোককে ধন্যবাদ বাত্রা তৈরি এবং প্রেরণা যারা আপনাকে ক্ষতি থেকে রক্ষা করেছে। এই ব্যাক্তিরা আপনার পরিবার আপনার বন্ধু ,ডাক্তার ,স্থানীয় পুলিশ অফিসার, এবং দমকলকর্মী ,আপনার সংসদ সদস্য ,আপনার স্থানীয় হাসপাতালে কর্মী সিভিক ভলেন্টিয়ার। আমাকে একটা কাজ দিলাম স্বাস্থ্যকর্মী ইত্যাদি হতে পারেন।

সূচনা: আমি মাসখানেক আগে একটা বিপদের মধ্যে পড়েছিলাম সেই বিপদের সময় আমার পাশে কে, কে দাঁড়িয়ে ছিল? কিভাবে দাঁড়িয়ে ছিল সেটাই বলবো ?

প্রসঙ্গ: যেকোন বিপদে পড়লে সবার আগে মানসিকভাবে পাশে দাঁড়ানোটা খুবই প্রয়োজন ।আমি যখন বিপদে পড়েছিলাম আমার পাশে মানসিক ভাবে পাশে দাঁড়িয়েছিল আমার স্যার, আমার পিসি আমার বন্ধু ,আমার পরিবার থেকে মা, পিসি, ভাই কাউন্সিলর গৌরাঙ্গ ও তার সহকর্মী গৌড় হরি কাকু এরাও আমার পাশে দাঁড়ায়। আরো দুজন আছে বড় কাকী বড় কাকা তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই তারা আমাকে ঠিক সময় গাইড না করতো তাহলে হয়তো আমি ওই বিপদ থেকে বেরোতে পারতাম না ।

চরিত্র: আমি স্যার, মল্লিকা দালাল, আমার বন্ধু ,আমার মা, কাকি ,কাকু ,আমার পিসি ,ভাই, আমার পাড়ার কাউন্সিলর গৌরাঙ্গ কাকু ,গৌড় হরি কাকু ।

দ্বন্দ: অনেক ছিল কিন্তু এরা সবাই পাশে থাকতে আমি সম্পূর্ণ দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পেরেছি ।আমি তাই তাদের কাছে খুব কৃতিত্ব।

 শীর্ষস্থান : অবশেষে আমি এই বিপদ মুক্ত হই ।আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমার স্যারকে। সকলকে অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য।