CHILD RIGHT'S STORY'S

                                          CHILD RIGHT'S STORY NO -4

নাম : সিমি রাও

সংস্থা-ভাবনা এসোসিয়েশন ফর পিউপিল আপলিফটমেন্ট।

 

                                                                                     চাইল্ড রাইটস

                                                                       জাস্ট জাগরীক ব্রঞ্চ এর কাজ

 

 প্রশ্ন : আপনার স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলি এবং স্কুল শেষ করার আগে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তারা কিভাবে পরিবর্তিত হতে পারে সে সম্পর্কে একটি প্রতিফলিত অংশ লিখুন?

 

সূচনা : আমার স্বপ্ন ও আকাঙ্ক্ষা এবং পুরো চিন্তাধারার পরিবর্তন

প্রসঙ্গ:- আমার প্রথম স্বপ্ন হলো নিজেকে প্রতিষ্ঠিত করা নিজের পড়াশোনা কমপ্লিট করা একদিন বড় বিউটিশিয়ান হব ।আর আকাঙ্ক্ষা হল আমি যদি আরেকটু পড়াশোনা ভালো হতে পারতাম তাহলে আরো ভাল কিছু হতো। আমার বিয়ে হয়নি কিন্তু আমার একটা বান্ধবী আছে তার বিয়ে হয়েছে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে যতদিন না মেয়েটির 18 বয়স পার হচ্ছে ততদিন যেন মেয়েটি তার পড়াশোনা ও অন্যান্য হাতের কাজ শেখার চেষ্টা করে এবং বিয়ে না করে নিজের ছেলেবেলা স্বাভাবিক জীবনে থাকার চেষ্টা করে এবং বাবার বাড়িতে থাকে।

চরিত্র: আমি ও আমরা স্বপ্ন এবং আমার বান্ধবী

দ্বন্দ্ব : নিজের স্বপ্নপূরণ করতে একটু দ্বন্দ্ব হয়েছিল কিন্তু আমি চেষ্টা করেছিলাম আর আমার বান্ধবী পরিবার ও বান্ধবীকে বোঝাতে খুব বাধার একটা পরিবেশ হয়েছিল।

শীর্ষস্থান : অবশেষে নিজের স্বপ্ন পূরণ করতে সাফল্য পাচ্ছি, আশা করি আমার স্বপ্ন পূরণ করতে পারব এবং আমি আমার বান্ধবীকে বোঝাচ্ছি আশা করি বোঝাতেও সাফল্য পাব।