CHILD RIGHT'S STORY'S

                                           CHILD RIGHT'S STORY NO -2

Name- Tayan Sil

Organisation- Bhabna association for people upliftment

                                            Child rights wild card

                                        Just jagric-bronze  task

প্রশ্ন-

আপনার পরামর্শদাতার সহায়তায় এনসিআরবি ওয়েবসাইট থেকে আপনার রাজ্যে শিশু পাচার সম্পর্কিত বিশ্লেষণ করুন এর উপর একটি নিবন্ধ লিখুন।

সূচনা-  শিশু পাচার

প্রসঙ্গ-আমি ও আমার চারপাশের মানুষজন পাচার কিতা বুঝতাম না। যখন থেকে আমি বাপুর ইয়ুথ গ্রুপে সদস্য হলাম তখন ধীরে ধীরে জানতে শুরু করলাম পাচার কি। আমার জেলা মুর্শিদাবাদ। এখানে সব রকম পাচার হয় মাদকদ্রব্য থেকে গরু বিশেষত মেয়ে পাচার হয়। এখানে অনেকগুলি ব্লকের সঙ্গে সরাসরি বাংলাদেশের যোগাযোগ রয়েছে। আবার অনেকগুলো ইব্রকের সঙ্গে ঝাড়খণ্ডের সীমানা রয়েছে। হলে আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে মেয়ে যেমন বাইরে পাচার হয় তেমন বাইরে থেকে বিশেষ করে বাংলাদেশ থেকেও মেয়েরা আমাদের জেলায় আসে। তারপর তারা কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এর পাশাপাশি মুর্শিদাবাদ থেকে অনেক মানুষ মধ্যপ্রাচ্য চলে যায় জীবিকার সন্ধানে। অনেক সময় তারাও বিপদে পড়ে যায় দালালদের কারণে। সেখানে বন্দী জীবন কাটে অনেকে মারা যায়। আবার অনেক সময় শিক্ষিত মানুষ জন অমর্যাদাপূর্ণ কাজ করতে বাধ্য হয়।

চরিত্র- আমিও আমার চারপাশের মানুষ জন

দ্বন্দ্ব- এ বিষয়ে আমাদের বিশেষ জ্ঞান না থাকায় শিখতে বেশ অসুবিধা হচ্ছিল সে কারণে বাপুর অফিসে এসে আমাদের বিভিন্ন তথ্য নিতে হচ্ছিল এবং জানতে হচ্ছিল যে পাচার কি?

কেন পাচার হয়?

কোথায় যায়?

কি কি কাজে ব্যবহার করা হয় ইত্যাদি ইত্যাদি।

শীর্ষস্থান-এতকিছুর পর জেনেও ভালো লাগছে যে বাপুর মত আরো অনেক সংগঠন পাচারবিরোধী কাজে সহায়তা করছে মানুষজনকে। বিশেষ করে আইন সহায়তা দিচ্ছে যার ফলে আসামিদের সাজা হচ্ছে। তবে তা সস্তা জনক হয়-আশা করি ভবিষ্যতে আরো বেশি সাজা পাবে ও পাচার কম হবে।